ইনসাইড বাংলাদেশ

‘ফখরুল বেপরোয়া ড্রাইভার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/08/2018


Thumbnail

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেপরোয়া ড্রাইভারদের মতো হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘বিএনপি নয় বছরে নয়টা মিনিট রাস্তায় দাঁড়াতে পারেনি। তাঁরা কোটা আন্দোলনের ওপর ভর করে ব্যর্থ হয়েছে, ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ওপর ভর করে ব্যর্থ হয়েছে, নিরাপদ সড়কের আন্দোলনের ওপর ভর করেও সফলতার মুখ দেখেনি।’

আন্দোলনে হতাশ হয়ে বিএনপি নেতা-কর্মীদের চাঙা করার জন্য সরকারের বিরুদ্ধে বিষোদ্‌গার করছে এবং বিদেশিদের কাছে নালিশ করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন,  ‘ফখরুল সাহেব আজকে বেপরোয়া চালকদের মতো হয়ে গেছেন। বিএনপি বেপরোয়া হয়ে গেছে।’

ওবায়দুল কাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদকে নিয়েও কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘মৃত মানুষের ভুয়া সার্টিফিকেট তৈরি করে মওদুদ বাড়ি দখলে রাখতে চেয়েছে, সেই ভুয়া ব্যারিস্টারের কথায় বাংলাদেশের তরুণরা বিভ্রান্ত হবে না।’

বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। দেশে কোনো রাজনৈতিক সংকটের সৃষ্টি হলেও সরকারের গৃহীত কোনো প্রকল্পের কাজ বন্ধ থাকবে না বলেও ওবায়দুল কাদের জানান।

ঈদুল আজহা উপলক্ষে ওবায়দুল কাদের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে যান। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এ সড়ক ও জনপথের (সওজ) ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশনের (সাসেক) প্রকল্প পরিচালক মো. ইসহাক প্রমুখ।


বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭