ইনসাইড বাংলাদেশ

জাবালে নূরের ৬ বাস আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/08/2018


Thumbnail

বিআরটিএ কর্তৃক রোড পারমিট বাতিল করা পরও রাস্তায় নামানোর অভিযোগে জাবালে নূর পরিবহনের ৬টি বাস আটক করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র‌্যাব ১ ও র‍্যাব ৪ এর সদস্যরা বাসগুলোকে আটক করেন।

আজ শনিবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের এক বাসের চাপায় মিম ও রাজিব নামের দুই শিক্ষার্থী নিহত হয়। ঘটনার দিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এরপর নিরাপদ সড়ক চেয়ে সারাদেশ জুড়ে শিক্ষার্থী আন্দোলন শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ১ আগস্ট জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বাংলা ইনসাইডার/বিপি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭