ওয়ার্ল্ড ইনসাইড

নিষেধাজ্ঞাদেশ পুনর্বহালের আপিল খারিজ মার্কিন আদালতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/02/2017


Thumbnail

সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আপিল খারিজ করে দিয়েছে ফেডারেল আপিল কোর্ট।

ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞাকে সাময়িকভাবে স্থগিত করে গত সপ্তাহে সিয়াটলের একটি আদালত যে রায় দিয়েছিল, সেই রায়ই এবারেও সর্বসম্মতিক্রমে বহাল রেখেছেন আপিল আদালতের তিনজন বিচারকের একটি প্যানেল। এখন যুক্তরাষ্ট্রের সর্বচ্চো আদালত সুপ্রিম কোর্টে এই ব্যাপারে পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আর আপিল খারিজ হবার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, লিখেছেন "আদালতে দেখে নেব। আমাদের জাতীয় নিরাপত্তা এখন ঝুঁকির মুখে।"

ট্রাম্প প্রশাসনের আপিলে তাৎক্ষণিকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আবেদন জানানো হলেও তা অগ্রাহ্য করে বিষয়টি নিয়ে হোয়াইট হাউস ও বিচার বিভাগকে যুক্তিতর্ক উপস্থাপন করার আদেশ দিয়েছিলো আপিল আদালত। যুক্তিতর্ক উপস্থাপনে এ রায় দিলো ফেডারেল আপিল কোর্ট।

আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন। তিনি বলেছেন, এই রায় প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের আইন প্রেসিডেন্টসহ সবার জন্য প্রযোজ্য।

এই রায় দেওয়ায় বেশিরভাগ মানুষই স্বস্তি প্রকাশ করেছেন, বিশেষ করে মুসলিমরা।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু করেই শরণার্থী সহ ৭ মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। ট্রাম্পের নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে মামলা করা হলে সিয়াটলের একটি আদালত ওই আদেশ সারা দেশে সাময়িকভাবে স্থগিত করে।

বাংলা ইনসাইডার/এসএফ/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭