ইনসাইড বাংলাদেশ

বান্দরবানে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/08/2018


Thumbnail

বান্দরবানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শতাধিক ঘর পুড়েছে। এসময় আগুন নেভাতে গিয়ে চার জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। টানা দুই ঘণ্টা চেষ্টার পর আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার দুপুর ১টার দিকে বান্দরবান জেলার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে মধ্যমপাড়ার মারমা বাজারের শেড সংলগ্ন এলাকায় মৃদুল বড়ুয়ার বাসার রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এরপর ওই এলাকার চারিদিকে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শতাধিক ঘর আগুনে পুড়ে যায়। বাজারের শেডও আগুনে পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভাতে গেলে চারজন আহত হন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন বলেন, টানা দুই ঘণ্টা চেষ্টার পর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহত স্থানীয়দের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন সেনাসদস্যরা। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানাতে পারেনি বলেও জানান তিনি।

বাংলা ইনসাইডার/বিপি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭