ইনসাইড বাংলাদেশ

দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত আরিফুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/08/2018


Thumbnail

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৯২,৫৯৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদরউদ্দিন কামরান পেয়েছেন মোট ৮৬,৩৯৭ ভোট। মাত্র ৬,২০১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আরিফুল হক চৌধুরী। সিলেটে স্থগিত দুই কেন্দ্রের ভোট গণনা শেষে আরিফুলের জয় আজ নিশ্চিত হলো।

গত ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। স্থগিত দুই কেন্দ্রে ভোট গ্রহণ হয় আজ ১১ আগস্ট। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে আরিফুলের জয় নিশ্চিত হয়।

আজকের নির্বাচনে মেয়রের চেয়ারে বসতে স্থগিত হওয়া দুই কেন্দ্রের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রয়োজন ছিল ১৬১ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন কামরানকে পেতে প্রয়োজন ছিল ৪ হাজার ৭৮৭ ভোট।

বাংলা ইনসাইডার/বিপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭