ইনসাইড বাংলাদেশ

‘শহিদুল ক্যামেরার সামনে হাঁটার সমস্যার অভিনয় করেছেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/08/2018


Thumbnail

ফটো সাংবাদিক শহিদুল আলম আদালতে নির্যাতনের মিথ্যা অভিযোগ করে ক্যামেরার সামনে হাঁটার সমস্যার অভিনয় করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি। পোস্টটি নিচে তুলে দেয়া হলো:

‘শহিদুল আলমের নির্যাতনের অভিযোগ আমাদের সরকারের বিরুদ্ধে তার অনেক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের মধ্যেই একটি। তাকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নেওয়া হয় যেখানে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করেন। তারা নির্যাতনের কোনো প্রমাণ এমনকি ইঙ্গিতও পাননি। আন্তর্জাতিক গণমাধ্যম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে একই বিষয় জানতে পারেন।

এ থেকে প্রমাণ হয় শহিদুল হক আসলে কতটা অসৎ। আদালতে নির্যাতনের মিথ্যা অভিযোগ করে ক্যামেরার সামনে হাঁটার সমস্যার অভিনয় করছেন।’

গত ৫ আগস্ট আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাতে সাক্ষাৎকার দেওয়ার ঘণ্টাখানেক পরই ডিবি পুলিশ শহিদুলকে তাঁর ধানমন্ডির বাসা থেকে আটক করে। গত ৬ আগস্ট ‘উদ্দেশ্যমূলক মিথ্যা বক্তব্য’ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে রমনা থানায় আইসিটি আইনে মামলা করা হয়।



বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭