টেক ইনসাইড

ফেসবুক ফলোয়ার বেশি হলেই পরিচয় যাচাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/08/2018


Thumbnail

ফেক অ্যাকাউন্টের বিভ্রান্তি রোধে কড়াকড়ি হচ্ছে ফেসবুক। এ লক্ষেই যুক্তরাষ্ট্রে যাদের ফলোয়ার সংখ্যা বেশি তাদের জন্য নতুন একটি নিয়ম তৈরি করতে যাচ্ছে ফেসবুক।

যুক্তরাষ্ট্রে ফেসবুক ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিতে অথরাইজড হতে হবে। সেক্ষেত্রে তাদেরকে এখন থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে তাদেরকে কান্ট্রি লোকেশনও জানাতে হবে। শুধু তাই নয়, প্রয়োজনে ফেসবুক তাদের পরিচয় নিশ্চিত করতে আইডিতে থাকা ছবিও চাইতে পারে। অথেন্টিকেটেট হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলে প্রোফাইলসহ ব্যবহারকারীর পরিচালিত সব পেজেই তা কার্যকর হবে। চলতি আগস্ট মাস থেকেই ফেইসবুক এ প্রক্রিয়ায় আইডি যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছে ।

আগামী নভেম্বরেই যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে, ভুয়া অ্যাকাউন্ট থেকে বিদ্বেষপূর্ণ ও বিভ্রান্তিকর খবরের প্রচারণা ঠেকাতে এমন নিয়ম চালু করছে ফেসবুক।

ফেসবুকের সিকিউরিটি ইউনিট জানিয়েছে, ইতিমধ্যে তাদের প্ল্যাটফর্মে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেইসঙ্গে অথেন্টিকেটেট না হওয়ায় গত সপ্তাহেই ৩২ টি পেইজ ও অ্যাকাউন্ট ডিলিট করেছে ফেসবুক।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭