ইনসাইড বাংলাদেশ

রংপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/08/2018


Thumbnail

রংপুরের দর্শনায় যাত্রীবাহী একটি বাসের চাপায় জিয়ন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শুটকি আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে। জিয়নের মরদেহ নিতে আসা অ্যাম্বুলেন্সটিও এসময় ভাঙচুর করা হয়।

নিহত জিয়ন বদরগঞ্জের লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলের হাট গ্রামের জাহিদুল ইসলামের ছেলে এবং নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, জিয়ন দর্শনার ঘাঘটপাড়া এলাকার একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতো। সকালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় জিয়ন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়।  

গত মাসের ২৯ তারিখ রাজধানীর কুর্মিটোলায় দুই শিক্ষার্থী নিহত হলে সারাদেশের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করে।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭