ওয়ার্ল্ড ইনসাইড

হাসপাতালে অসুস্থ অটল বিহারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/08/2018


Thumbnail

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আবারও হাসপাতালে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

কিডনী সমস্যা নিয়ে চলতি বছরের ১১ই জুন দিল্লির এইমস(AIIMS) হাসপাতালে ভর্তি হন তিনি। কিডনির সমস্যা ছাড়াও আরও নানা স্বাস্থ্য বিষয়ক জটিলতায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন তিনি। তাঁর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের সদস্যরা জানিয়েছে, স্মৃতি হারিয়ে ফেলেছেন তিনি, কাউকেই চিনতে পারছেন না।

এদিকে হাসপাতালে অসুস্থ অটল বিহারীকে দেখতে ভিড় জমান রাজনৈতিক দলের নেতারা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অমিত শাহ ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গত শনিবার ৯৩ বছর বয়সী অটল বিহারীকে দেখতে হাসপাতালে যান।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭