ওয়ার্ল্ড ইনসাইড

তীব্র অর্থনৈতিক সংকট তুরস্কে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/08/2018


Thumbnail

তুরস্ক তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। সম্প্রতি মার্কিন ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার রেকর্ড দরপতন হয়েছে। শেয়ারের মু্ল্য পতন হয়েছে প্রায় ১৭ শতাংশ। গত এক দশকের মধ্যে এটিই তুরস্কের সবচেয়ে ভয়াবহ দরপতন।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেট তাইয়েপ এরদোয়ানের একচেটিয়া অর্থনৈতিক নীতির কারণে বিনিয়োগকারীরা তুরস্কে বিনিয়োগ করতে অনাগ্রহ প্রকাশ করছে।যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার কারণে আরও বেশি অর্থনৈতিক সংকটে পড়েছে তুরস্ক। মার্কিন ফেডারেল রিজার্ভ সিস্টেমে সুদের হার বৃদ্ধি হওয়ার প্রভাবও পড়ছে তুরস্কের অর্থনীতিতে।

মার্কিন যাজক অ্যান্ড্রিই ব্রুনসনকে আটক করা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের টানা পোড়েন সৃষ্টি হয়। এছাড়া সিরিয়ার যুদ্ধ নিয়েও দুই দেশের মধ্যে মত পার্থক্য রয়েছে। তুরস্কের কূটনৈতিকরা ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে সংকট নিরসনের প্রচেষ্টা চালাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল সম্পর্কই কেবল তুরস্কের অর্থনৈতিক অস্থিতিশীলতার একমাত্র কারণ নয়। বেশ আগে থেকেই দেশটিতে উচ্চ মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় বর্তমান অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭