ইনসাইড বাংলাদেশ

ডিএনসিসি উপনির্বাচনে স্থগিতাদেশ বাড়ল আরও ৬ মাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/08/2018


Thumbnail

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন স্থগিতাদেশ আরও ৬ মাস বাড়িয়েছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী বলছেন, কবে নাগাদ রায় হবে তা জানা নেই তাদের।

২০১১ সালের এপ্রিলে ঢাকা সিটি করপোরেশনকে ভেঙে দুটি করা হয়। দীর্ঘদিন প্রশাসক চালালেও ২০১৫ সালে প্রথমবারের মতো হয় ঢাকা উত্তর সিটি নির্বাচন। যাতে মেয়র হন ব্যবসায়ী নেতা আনিসুল হক।

গত বছর নভেম্বরে মারা যান তিনি মারা গেলে শূন্য হয় মেয়র পদ। পরবর্তীতে ৯ই জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তবে সীমানা জটিলতায় হাইকোর্টের নির্দেশে ৬ মাসের জন্য স্থগিত হয়ে যায় উত্তরের মেয়র পদে উপনির্বাচন। ফের ৬ মাস স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে হাইকোর্ট।

বাংলা ইনসাইডার/বিপি

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭