ইনসাইড বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে পটুয়াখালীর পাঁচ রাজাকারের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2018


Thumbnail

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই রায় ঘোষণা করা হয়।

ইসহাক ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুল গণি হাওলাদার, আব্দুস সাত্তার প্যাদা এবং সোলায়মান মৃধা। এঁরা সবাই গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধচলাকালীন সময়ে পটুয়াখালীর ইটাবাড়িয়া গ্রামে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, ১৭ জনকে হত্যা এবং অন্তত ১৫ নারীকে ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে এই পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামির সবাই একাত্তরে মুসলিম লীগের সমর্থক ছিলেন। পরবর্তীতে তাঁরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭