ইনসাইড বাংলাদেশ

নড়াইলে মানহানি মামলায় খালেদার ছয় মাসের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2018


Thumbnail

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বির্তকিত বক্তব্যের কারণে নড়াইলে করা মানহা্নির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছয় মাসের জামিন মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের আদালত এই আদেশ দেন।

গত ৫ আগস্ট নড়াইলের জেলা ও দায়রা জজ এই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। এরপর ‍আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান আবার খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৫ সালের ২১ ডিসেম্বরে ঢাকায় এক সমাবেশে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন। একই সমাবেশে বঙ্গবন্ধু সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন তিনি। এর তিনদিন পরই নড়াইলের চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম নামে এক ব্যক্তি খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭