ইনসাইড বাংলাদেশ

ঈদের পর পরই ৩৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2018


Thumbnail

৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফলাফল চলতি মাসেই প্রকাশ করা হবে। ইতিমধ্যে ফল প্রকাশের কার্যক্রম শুরু হয়ে গেছে। ঈদের পরই এই ফল প্রকাশ করা হতে পারে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে।

ওই সূত্র জানিয়েছে, ফল প্রস্তুতির কাজ চলছে পুরো দমে। যত দ্রুত সম্ভব ফল প্রকাশের টার্গেট রয়েছে পিএসসি’র। ঈদের পর পরই ফল প্রকাশ হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন বলেন, খুব শিগগিরই স্বাস্থ্য ক্যাডারে আয়োজিত ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের কাজ শুরু হয়ে গেছে।

প্রসঙ্গত, গত ৩ আগস্ট ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা থেকে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে।


বাংলা ইনসাইডার/বিকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭