ওয়ার্ল্ড ইনসাইড

ছাত্রনেতা উমর খালিদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2018


Thumbnail

ভারতের আলোচিত ছাত্রনেতা উমর খালিদের ওপর হামলা চালিয়েছে এক আততায়ী। স্থানীয় সময় আজ সোমবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, খালিদ কনস্টিটিউশন ক্লাবে গিয়েছিলেন ‘খউফ সে আজাদি’ শীর্ষক একটি আলোচনা সভায় যোগ দিতে। সেখানেই এই ছাত্রনেতার ওপর হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আততায়ীর গুলি খালিদের পাশ দিয়ে চলে যায়। অল্পের জন্য রক্ষা পান তিনি। হামলাকারী বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে পালিয়ে যায়।

পুলিশ এখনও পর্যন্ত হামলাকারীকে শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছে।

হামলার স্বীকার খালিদ বলেন, ‘সারা দেশে একটা আতঙ্কের আবহ চলছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলছে, তাদেরই ভয় দেখানো হচ্ছে।’

উমর খালিদ ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা। দেশটির সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত তিনি। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগও রয়েছে।


বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭