ওয়ার্ল্ড ইনসাইড

ইরান ইস্যুতে যুক্তরাজ্যকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2018


Thumbnail

পরমাণু ইস্যুতে যুক্তরাজ্যকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন। ইরান ইস্যুতে ইরানের নয়, যুক্তরাষ্ট্রের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি, বলে জানায় সিএনএন।

শুধু তাই নয়, ইরানের সঙ্গে কোন ধরনের বাণিজ্য করলে হুমকির মুখে পড়বে যুক্তরাজ্যের বাণিজ্য বলে তিনি কড়া হুঁশিয়ারি দেন থেরেসা মে’র সরকারকে। এর আগে, গত ৬ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এ চাপ অব্যাহত থাকবে বলে ও জানান মার্কিন রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি সমন্বিত চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় যুক্তরাজ্যের উচিত কূটনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্রকে সহায়তা করা।

ইরানি পণ্যে মোটরযান থেকে শুরু করে স্বর্ণসহ অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে কঠোর এ মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি পড়ছে মন্দার মুখে।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭