ইনসাইড বাংলাদেশ

রাত ১২ টার পর থেকেই চালু হচ্ছে মোবাইল ফোনের নতুন কলরেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2018


Thumbnail

মোবাইল ফোনের জন্য নতুন কলরেট চালু হতে যাচ্ছে। আজ সোমবার রাত ১২টা পেরুলেই এ কলরেট চালু হবে। নতুন কলরেট অনুযায়ী, কোনও অপারেটরে সর্বনিম্ন ৪৫ পয়সা এবং কলরেটের সর্বোচ্চ সীমা ২টাকা।

এরই মধ্যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এই নির্দেশনা পাঠিয়েছে। অপারেটরগুলো এই নির্দেশনা কার্যকরের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেছেন, এখন থেকে আর মোবাইলে অফ নেট ও অন নেট থাকবে না। কলরেটের নতুন সীমা সর্বনিম্ন ৪৫ পয়সা। আর সর্বোচ্চ সীমা ২টাকা। আগামীকাল থেকেই নতুন কলরেট কার্যকরের কথা জানিয়েছেন তিনি।


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭