ওয়ার্ল্ড ইনসাইড

রোমানিয়ায় বিক্ষোভ, আহত পাঁচ শতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2018


Thumbnail

সরকার পতনের দাবিতে তৃতীয় দিনের মতো রোমানিয়ায় চলছে বিক্ষোভ। এ বিক্ষোভে পুলিশি হামলায় এখন পর্যন্ত আহত হয়েছে প্রায় পাঁচশ‘র বেশি সাধারণ জনগণ। খবর বার্তা সংস্থা এপির।

দুর্নীতি বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটিক দলের পদত্যাগ দাবি করছে জনগণ। পথে নেমেছে হাজার হাজার মানুষ। রোমানিয়া, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা হাতে নিয়ে রাজধানী বুখারেস্টে সরকার পদত্যাগের স্লোগান দিচ্ছে রোমানীয়রা। সরকারি ভবনগুলো ঘিরে রেখেছে তাঁরা।

বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ও  জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে আহত হয় প্রায় পাঁচ শতাধিক, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এমন অবস্থা চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছে অনেকেই।

২০১৬ সালে রোমানিয়ার ক্ষমতা হাতে নেয় সোশ্যাল ডেকেক্র্যাট পার্টি (পিএসডি)। ক্ষমতায় আসার পর থেকেই সরকারের বিরুদ্ধে বিচার বিভাগের দুর্বলতা, নিম্ন মজুরি ও দুর্নীতির অভিযোগ করে আসছে দেশটির জনগণ।


বাংলা ইনসাইডার/জেডআই 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭