ওয়ার্ল্ড ইনসাইড

চীনে ছাপা হচ্ছে বিদেশি নোট!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2018


Thumbnail

প্রচুর বিদেশি নোট ছাপা হচ্ছে চীনে। এর মধ্যে রয়েছে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশ ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ব্রাজিল ও পোল্যান্ডের নোট। চীনের স্থানীয় সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং এ সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, এ বছর অন্যবারের তুলনায় অনেক বেশি নোট ছাপানোর টার্গেট রয়েছে।

এদিকে চীনের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক ভারতের। এ খবরে ইতিমধ্যেই ভারতের বিরোধী রাজনীতিবিদরা প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে কংগ্রেস নেতা শশী থারুর এক টুইটের মাধ্যমে জানিয়েছেন, এ খবর যদি সত্যি হয়, তবে দেশের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।

এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমনিতেই ভারত থেকে প্রতিনিয়তই আটক করা হচ্চে ঝুরি ঝুরি নকল নোট। চীনের হাতে নোট মুদ্রণের দায়িত্ব দেওয়া হলে, নকল নোটের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে অনেকেই।

তবে চীনে নোট ছাপার ঘটনা এবারই কিন্তু প্রথম নয়। প্রতি বছরই প্রচুর পরিমাণ বিদেশি নোট ছাপা হয় চীনে। চীনে নোট ছাপার ব্যবসা বেশ রমরমা। সেজন্য প্রতি বছরই চীনে বিভিন্ন দেশ থেকে নোট ছাপার অর্ডার ও আসে প্রচুর।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭