ওয়ার্ল্ড ইনসাইড

রিহ্যাবের লক্ষ্য এখন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/08/2018


Thumbnail

সরকারি কর্মচারীদের স্বল্প সুদে গৃহ নির্মাণ ঋণের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আল আমিন। এতে দেশের আবাসন খাতে নতুন বাজার সৃষ্টি হবে। গতকাল রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সম্মেলনে আরও জানানো হয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আবাসন খাতের অবদান প্রায় ১৫ শতাংশ। সরকারের নেওয়া এ উদ্যোগে সরকারি কর্মকর্তাদের মধ্যে গৃহ নির্মাণের আগ্রহ বাড়ছে। এতে দেশের আবাসন খাতের বাজার আরও চাঙ্গা হবে বলে মনে করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব)।

সরকারি কর্মচারিদের আবাসন সমস্যা দূর করতে সম্প্রতি একটি পরিপত্র জারি করা হয়েছে। ’সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মান ঋণ প্রদান নীতিমালা-২০১৮’ নামক এই পরিপত্র অনুযায়ী প্রায় ১২ লাখ সরকারি কর্মকর্তাদের স্বল্প সুদে গৃহ নির্মান ঋণ দেওয়া হবে। গ্রেড ভেদে মাত্র ৫ শতাংশ সরল সুদে সর্বনিম্ন ৩০ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণের জন্য ঋণ দেওয়া হবে। ২০ বছরের মধ্যে এ ঋণ পরিশোধেরও সুযোগ দেওয়া হয়েছে।

রিহ্যাব সভাপতিসহ এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রথম সহ সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, দ্বিতীয় সহ সভাপতি মো: আহকাম উল্লাহ, সহ সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী, পরিচালক মো: আল-আমিন, মো: আবু বকর সিদ্দীক, প্রকৌশলী মো: মহিউদ্দিন সিকদার, মো: জহির উদ্দীনসহ রিহ্যাব সদস্যরা।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭