ইনসাইড বাংলাদেশ

বসবাসের অযোগ্য শহরের মধ্যে বিশ্বে দ্বিতীয় ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/08/2018


Thumbnail

বিশ্বে বসবাসের অনুপযুক্ত শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা মহানগরীর নাম। বৃটেনের প্রভাবশালী সাময়িকী দি ইকোনমিস্ক ইন্টেলিজেন্স ইউনিটের এক বার্ষিক প্রতিবেদনে সম্প্রতি এমন তথ্য উঠে আসে।

প্রতি বছরই দি ইকোনমিস্ট বিশ্বে বসবাসের জন্য উপযুক্ত ও অনুপযুক্ত সেরা শহরগুলোর তালিকা প্রকাশ করে থাকে। এবারের প্রতিবেদন অনুযায়ী, বসবাস অযোগ্য নগরীর তালিকায় প্রথমেই রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। তালিকার দ্বিতীয় অবস্থানে ঢাকা আর তৃতীয়তে রয়েছে নাইজেরিয়ার লাগোস।

সারা বিশ্বে অপরাধ, দুর্নীতি ও সহিংসতার মাত্রার ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়। এদিকে বাসযোগ্য নগরীর তালিকায় অস্ট্রেলিয়ার মেলবোর্নকে হটিয়ে প্রথম স্থান দখল করে রেখেছে ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭