ইনসাইড বাংলাদেশ

‘সড়ক নিরাপদ করতে কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/08/2018


Thumbnail

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বিভিন্ন সড়ক-মহাসড়ক নিরাপদ করতে কাজ করে যাচ্ছে সরকার।

আজ মঙ্গলবার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনীর ফতেহপুর ওভারপাস এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২৩টি সেতু উদ্বোধন করার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘এখন থেকে সড়ক-মহাসড়ক যতগুলো কাজ হচ্ছে তার পাশে আলাদা লেন করা হচ্ছে। সেগুলোতে স্থানীয় যানবাহন চলবে। যেন ইউনিয়ন থেকে ইউনিয়নের মধ্যে যোগাযোগ করা যায়। যোগাযোগ ব্যবস্থা কিভাবে আরও উন্নত করা যায় সেদিকে খেয়াল রাখছি।’ 

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু সেতু করার সময়ও আমরা পাশে রিকশা, ভ্যান ও ছোট যানবাহন চলাচলের জন্য লেন করেছিলাম। এসব রাস্তা করতে অনেক সমস্যা পোহাতে হয়েছে। আমাদের সেনাবাহিনীর ৩৪ ও ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশান ব্যাটালিয়ন খুব দ্রুত সময়ের মধ্যে এবং কম খরচে এসব কাজ করেছিল।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। 


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭