ইনসাইড ইকোনমি

অর্থবছরের শুরুতেই রপ্তানি আয় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/08/2018


Thumbnail

বাংলাদেশের অর্থনীতিতে ২০১৮-১৯ অর্থবছর একের পর এক সুখবর নিয়ে আসছে। প্রথমে জানা গিয়েছিল রেমিটেন্স বৃদ্ধির সুখবর। এবার জানা গেল, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয় গত বছরের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। এমনকি পোশাক রপ্তানিও বেড়েছে ২২ শতাংশ।

এই প্রসঙ্গে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান বলেন, ‘কারখানাগুলোর উন্নয়নে পোশাক শিল্প মালিকরা গত কয়েক বছরে অনেক টাকা বিনিয়োগ করেছেন। কষ্টও করেছেন।’ বর্তমানে বাংলাদেশের ৮০ শতাংশের বেশি কারখানা উন্নত কর্মপরিবেশের (কমপ্লায়েন্স) আওতায় চলে আসায় ক্রেতারা খুশি এমনটি দাবি করে ফারুক হাসান বলেন, ‘মূলত এই কারণেই বিদেশি ক্রেতাদের আস্থা বেড়েছে এবং ক্রয় আদেশ ও রপ্তানি বেড়েছে।’

জুলাইয়ে মোট রপ্তানি আয়ের ৮৪ দশমিক ২৫ শতাংশই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে। এতে সন্তুষ্ট ব্যবসায়ীরা। তৈরি পোশাক রপ্তানিতে লক্ষ্যমাত্রা অতিক্রম সম্ভব উল্লেখ করে বিজিএমইএর সভাপতি আশা প্রকাশ করে বলেন, সারা বছরই পোশাকসহ সকল পণ্যের রপ্তানি আয়ের এমন ধারা বজায় থাকবে।

গতকাল মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ করেছে। হালনাগাদকৃত তথ্য থেকে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি আয় ৩৫৮ কোটি ১৫ লাখ ডলার যা গত বছরের জুলাই মাসের চেয়ে ১৯ দশমিক ৮৮ শতাংশ বেশি। গত ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাসে ২৯৮ কোটি ৭৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। এমনকি জুলাই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশ বেশি আয় করেছে বাংলাদেশ।

ইপিবির দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ এসেছে তৈরি পোশাক খাত থেকে। এই খাতে বাংলাদেশের আয় ৩৫৮ কোটি ১৫ লাখ ডলারের মধ্যে ৩০১ কোটি ৭৭ লাখ ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৪ দশমিক ২৫ শতাংশ।

অন্যান্য পণ্যের মধ্যে জুলাইয়ে শুকনো খাবার রপ্তানি ১৩৪ শতাংশ, , তামাক ৯৭ শতাংশ, স্পেশালাইজড টেক্সটাইল রপ্তানি ৫৩ শতাংশ, শাকসবজি ৪৭ শতাংশ, ওষুধ রপ্তানি ২২ শতাংশ, পাট ও পাটজাত পণ্য রপ্তানি ১৫ শতাংশ, হস্তশিল্প রপ্তানি ১১ শতাংশ, প্লাস্টিক পণ্য রপ্তানি ১৩ শতাংশ ও হোম টেক্সটাইল রপ্তানি ৩ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।

গত ৩০ জুন শেষ হওয়া ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ৩ হাজার ৬৬৬ কোটি ৮২ লাখ (৩৬.৬৬ বিলিয়ন) ডলার যা ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে ৫ দশমিক ৮১ শতাংশ বেশি। কিন্তু সার্বিক রপ্তানি বাড়লেও তা ছিল লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ২২ শতাংশ কম।

চলতি ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা  ৩৯ বিলিয়ন (৩ হাজার ৯০০ কোটি) ডলার ঠিক করেছে সরকার, যা গত অর্থবছরের চেয়ে ৪ শতাংশ বেশি।


বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭