ইনসাইড বাংলাদেশ

চলতি মাসেই হাসিনা-মোদি বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/08/2018


Thumbnail

চলতি মাসের শেষে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চতুর্থ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে উভয় দেশের নেতা আগামী ৩০ ও ৩১ আগস্ট নেপালে অবস্থান করবেন। সম্মেলনের আগে বা পরে কোন এক সময় উভয় নেতার বৈঠক অনুষ্ঠিত হবে।  

এবারের বিমসেটক সম্মেলনে আঞ্চলিক কানেকটিভিটি ও দারিদ্র্য দূরীকরণের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। 

বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা নেপালে একটি ভালো শীর্ষ সম্মেলন আশা করছি।’

বিভিন্ন সূত্রে জানা যায়, আসন্ন বৈঠকে আসামে চলমান নাগরিকত্বের জটিলতা বিষয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতার কথাও জানাবেন নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও হাসিনা-মোদীর আলোচনা হবে।

চলতি বছরে দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে এটা হবে তৃতীয় বৈঠক। গত এপ্রিলে লন্ডনে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে এবং মে মাসে শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধনের পর দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের একটি আঞ্চলিক জোট বিমসটেক। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, ভূটান, মালদ্বীপ ও থাইল্যান্ড বিমসটেকের সদস্য।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭