ইনসাইড বাংলাদেশ

৪৩ ফুটের ক্যানভাসে উদ্ভাসিত জাতির পিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/08/2018


Thumbnail

জাতির পিতা বঙ্গবন্ধুকে কোন উচ্চতা দিয়েই মাপা যায় না। তারপরেও শত শিল্পীর শ্রদ্ধা ও ভালোবাসায় ৪৩ ফুট উচ্চতার ক্যানভাসে জাতির পিতার প্রতিকৃতি উদ্ভাসিত হয়েছে। দেশের ইতিহাসে হাতে আঁকা বঙ্গবন্ধুর দীর্ঘতম প্রতিকৃতি এটি।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চারুশিল্পী সংসদের উদ্যোগে জাতির পিতার সর্ববৃহৎ এই প্রতিকৃতিটি আঁকা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মিলন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি স্থাপন করা হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত প্রদর্শিত হবে এই চিত্রকর্মটি। বঙ্গবন্ধুর এই প্রতিকৃতিটি লম্বায় ৪৩ ফুট এবং প্রস্থে ৩৪ ফুট। এ যাবত আঁকা ছবিগুলোর মধ্যে এটিই বঙ্গবন্ধুর সবচেয়ে বড় প্রতিকৃতি। 

দেড়শ’র বেশি শিল্পী মিলে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি তৈরি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়াম ও সুইমিং পুল এলাকায় আগস্টের প্রথম দিন থেকে এটি নির্মানের কাজ শুর হয়, শেষ হয় ১৩ আগস্ট।

বাংলা ইনসাইডার/আরকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭