ইনসাইড বাংলাদেশ

গুজব ছড়ানোর অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/08/2018


Thumbnail

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার কামরাঙ্গীর চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) শিক্ষার্থী নাজমুস সাকিব (২৪) এবং কামরাঙ্গীর চরের একটি মাদ্রাসায় পড়ুয়া আহমাদ হোসাইন (১৯)।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন জানান, গত ৪-১৪ আগস্ট পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পর্যালোচনা করে দেখা যায়, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন মিথ্যা ও বানোয়াট লেখা, পোস্ট, ছবি ও ভিডিও ইলেকট্রনিক বিন্যাসে সম্প্রচার করেছে।

তিনি আরও বলেন, আন্দোলনে উসকানিদাতাদের আইনের আওতায় আনাতে তদন্ত শুরু করে সিআইডি। এর ধারাবাহিকতায় সাকিব ও আহমাদকে শনাক্ত করে আইনের আওতায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে পল্টন থানায় তথ্যপ্রযুক্ত (আইসিটি) আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলা ইনসাইডার/বিপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭