ওয়ার্ল্ড ইনসাইড

আফগানিস্তানে কোচিং সেন্টারে আত্মঘাতী হামলা, নিহত ৪৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/08/2018


Thumbnail

আফগানিস্তানের একটি কোচিং সেন্টারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। রাজধানী কাবুলে এই হামলার ঘটনায় আরও অন্তত ৬৭ জন আহত হয়েছে। বিবিসি এসব তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কাবুলের শিয়া অধ্যুষিত একটি এলাকার কোচিং সেন্টারে ক্লাস চলাকালীন সময় হামলা চালানো হয়। আত্মঘাতী বোমা হামলাকারী ক্লাসে প্রবেশ করে শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়।

নিহতদের সবাই তরুণ শিক্ষার্থী বলে জানিয়েছে স্থানীয় সংবাদদাতারা। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টারে ক্লাস করছিল।

জঙ্গিগোষ্ঠী তালেবান হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে তালেবান জঙ্গিরা কোচিং সেন্টারে হামলার দায় অস্বীকার করেছে।

এর আগে স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে আফগানিস্তানের উত্তরের প্রদেশ বাগলানে একটি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ৯ পুলিশ ও ৩৫ সেনা নিহত হয়। তালেবানের পক্ষ থেকে ওই হামলার দায় স্বীকার করা হয়েছে।


বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭