ওয়ার্ল্ড ইনসাইড

ট্রাম্পের বিরুদ্ধে ক্যাম্পেইনে ৩০০ সংবাদমাধ্যম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/08/2018


Thumbnail

সংবাদমাধ্যমকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে দেশটির মিডিয়া। ‘স্বাধীন প্রেস ক্যাম্পেইন’ নামের ওই কর্মসূচিতে অংশগ্রহণ করছে তিনশটিরও বেশি মার্কিন সংবাদমাধ্যম। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার থেকে ক্যাম্পেইনটি শুরু হবে জানানো হয়েছে।

মার্কিন দৈনিক বোস্টন গ্লোব গত সপ্তাহে ট্রাম্পের বিরুদ্ধে এই ক্যাম্পেইনের আহ্বান জানায়। এরপর কয়েকশ সংবাদমাধ্যম এর সঙ্গে যুক্ত হয়। ‘এনিমি অব নান’ হ্যাশট্যাগও ব্যবহার করছে এই সংবাদমাধ্যমগুলো।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের ‘জনগণের শত্রু’ বলে অভিহিত করেন। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনকে ‘ভুয়া সংবাদ’ বলে এর সমালোচনাও করেন তিনি। প্রেসিডেন্টের এমন মন্তব্যের কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে সংবাদকর্মীরা।

ট্রাম্পের মন্তব্যকে সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘নোংরা যুদ্ধ’ বলে অভিহিত করা হচ্ছে। এর ফলে সাংবাদিকদের ওপর সহিংসতার ঝুঁকি বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের প্রধান সংবাদপত্রগুলো ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান স্বাধীন প্রেস ক্যাম্পেইনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।


বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭