ওয়ার্ল্ড ইনসাইড

ইতিহাসের প্রভাবশালী পাঁচ নারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/08/2018


Thumbnail

বিশ্বের ইতিহাসে সর্বাধিক প্রভাবশালী পাঁচ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। ওয়ার্ল্ড হিস্ট্রি ম্যাগাজিনের পাঠকদের ভোটে নির্বাচিত হয়েছেন তাঁরা। তাদের কথৈই জানালাম আজ:

মেরি ক্যুরি (১৮৬৭- ১৯৩৪)

বিজ্ঞানের ভিন্ন দুটি শাখায় নোবেল বিজয়ী একমাত্র নারী মেরি ক্যুরি। এক জরিপে দেখা গেছে, বিশ্বের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই নারী। তিনিই নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী বিজ্ঞানী। ফরাসি এই নারী ক্যানসার চিকিৎসায় তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেন। এক্সরের উন্নয়নেও তাঁর অবদান রয়েছে।

রোজা পার্কস (১৯১৩-২০০৫)

রোজা লুইস ম্যাকলি পার্কস ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মানবাধিকারকর্মী। তাকে ‘দ্য ফার্স্ট লেডি অব সিভিল রাইটস’ এবং ‘দ্য মাদার অব দ্য ফ্রিডম মুভমেন্ট’ হিসেবে অভিহিত করা হয়। কৃষ্ণাঙ্গদের অধিকারের পক্ষে লড়াই করা রোজা ১৯৫৫ সালে শেতাঙ্গ ব্যক্তিকে বাসের আসন ছেড়ে না দেওয়ার কারণে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর এই প্রতিবাদকেই মার্কিন নাগরিক অধিকার আদায় আন্দোলনের সূচনা হিসেবে বিবেচনা করা হয়।

এমেলিন পানক্রাস্ট (১৮৫৮-১৯২৮)

নারীদের ভোটাধিকারের পক্ষে লড়াই করেছিলেন এমেলিন পানক্রাস্ট। ক্যারিশম্যাটিক এই নেত্রীর আন্দোলনের ফলেই ভোটাধিকার অর্জন করতে সক্ষম হয়েছিলেন নারীরা।

অ্যাডা লাভলেস (১৮১৫-১৮৫২)

বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার বলা হয় অ্যাডা লাভলেসকে। সাধারণ গণনার কাজে ব্যবহৃত চার্লস ব্যাবেজের প্রথম যান্ত্রিক কম্পিউটার অ্যানালিক্যাল ইঞ্জিন নিয়ে কাজ করেন তিনি। সেটির জন্য প্রথম অ্যালগরিদমও তৈরি করেন এই নারী। তাঁর প্রকৃত নাম অ্যাডা অগাস্টা কিং হলেও কাউন্টেস অফ লাভলেস বা অ্যাডা লাভলেস নামেই বেশি পরিচিত তিনি। ব্রিটিশ কবি লর্ড বায়রনের একমাত্র সন্তান অ্যাডা মাত্র ৩৬ বছর বয়সে মারা যান।

রোজালিন ফ্র্যাঙ্কলিন (১৯২০-১৯৫৮)

ডিএনএ নিয়ে রোজালিন এলসি ফ্রাঙ্কলিনের গবেষণাকে আধুনিক বিজ্ঞানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৫২ সালে তাঁর তৈরি একটি ছবির ওপর ভিত্তি করেই ধারণা পাওয়া যায় যে, ডিএনএ’র কাঠামো স্ক্রুর মতো।


সূত্র: বিবিসি

ইনিশিয়াল: বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭