কালার ইনসাইড

অক্ষয়ের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/08/2018


Thumbnail

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘গোল্ড’। বায়োপিক নির্ভর ছবিটি ভারতের হকি কোচ তপন দাসের জীবনী নিয়ে নির্মিত হয়েছে। ছবির মূল চরিত্র অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়।

দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ‘গোল্ড’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। উদ্বোধনী দিনে প্রায় ২৫ কোটি রুপি আয় করেছে ছবিটি,  যা ২০১৮ সালে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে। সেই সঙ্গে এ পর্যন্ত অক্ষয় অভিনীত ছবিগুলোর মধ্যে উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে। এর আগে অক্ষয়ের ‘সিং ইজ ব্লিং’ উদ্বোধনী আয়ে শীর্ষে ছিল।

ভারত জুড়ে ৩০৫০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘গোল্ড’। বাণিজ্য বিশ্লেষকদের মতে, জন আব্রাহামের ‘সত্যমেভ জয়তি’ একই দিনে মুক্তি পাওয়ায় দু’টি ছবি বক্স অফিস সংঘর্ষে জড়িয়ে পড়ে। যার ফলে আয়ও তুলনামূলক কম হয়েছে।

‘গোল্ড’ ছবির গল্প মূলত ভারতের হকি খেলাকে কেন্দ্র করে। হকি কোচ তপন দাসের তত্ত্বাবধানে অলিম্পিকে সোনা জয় করে ভারত। তপন দাস ছিলেন জন্মসূত্রে বাঙালি। কোচ হিসেবে তাঁর সাফল্যকেই ছবিতে তুলে ধরা হয়েছে।  ১৯৩৩ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত লন্ডন অলিম্পিকে ব্রিটিশদের অধীনে থাকাকালীন অলিম্পিকে ভারত তিনবার স্বর্ণপদক জিতলেও তিনি স্বপ্ন দেখেন স্বাধীন ভারতও একদিন অলিম্পিকে প্রথম সোনা পাবে। অক্ষয়কে এমনই এক দৃঢ় মনোবল সম্পন্ন প্রশিক্ষকের চরিত্রে দেখা গেছে।

গোল্ড ছবিটি পরিচালনা করেছেন রিমা কাগুতি। ছবিতে অক্ষয় ও মৌনী রায় ছাড়াও অভিনয় করেছেন অমিত সাধ, কুনাল কাপুর, বিনীত কুমার সিংসহ অনেকে।

বক্স অফিসে অক্ষয়ের সর্বশেষ ছয়টি ছবির মধ্যে এগিয়ে আছে ১৩২ কোটি ৭ লাখ রুপি আয় করা ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিটি। এর পরে অবস্থান করছে-

রুস্তম ১২৪ কোটি ৪৫ লাখ

এয়ারলিফট ১২৩ কোটি ৪৬ লাখ

হাউজফুল ১০৮ কোটি

জলি এল এল বি ১০৭ কোটি ১৭ লাখ

প্যাডম্যান ৭৮ কোটি ৯৫ লাখ

সূত্রঃ হিন্দুস্তান টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 

বাংলা ইনসাইডার/ এইচপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭