ওয়ার্ল্ড ইনসাইড

অটল বিহারি বাজপেয়ী আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/08/2018


Thumbnail

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

এর আগে অটল বিহারি বাজপেয়ী দিল্লির ওই হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ ছিলেন। কিডনিতে সংক্রমণসহ বেশকিছু শারীরিক সমস্যা নিয়ে গত ১১ জুন হাসপাতালে ভর্তি হন ভারতের দশম প্রধানমন্ত্রী বাজপেয়ী। দুই মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে থাকা ৯৩ বছর বয়সী বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত মঙ্গলবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তাঁর অবস্থা সংকটজনক বলে স্থানীয় সময় বুধবার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতাল।

তিনদফায় ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বাজপেয়ী। প্রথমে ১৯৯৬ সালে মাত্র ১৩ দিনের জন্য, এরপর ১৯৯৮ সালে ১৩ মাস ও পরে ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত টানা প্রায় ছয় বছর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তিনিই এখন পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেস দলের বাইরের একমাত্র ব্যক্তি যিনি প্রধানমন্ত্রীত্বের পুরো মেয়াদ শেষ করতে পেরেছিলেন।

বাংলা ইনসাইডার/এএইচসি/বিপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭