ইনসাইড বাংলাদেশ

‘বঙ্গবন্ধু হত্যার তদন্তে বাধা দিয়েছিল কেন জিয়া?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/08/2018


Thumbnail

আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত না থাকে, তাহলে তিনি কেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের তদন্তে বাধা দিয়েছিল? মার্কিন আইনজীবী এই নির্মম হত্যাকাণ্ডের তদন্ত করতে চাইলে তাঁকে কেন বাধা দেওয়া হয়েছিল। তাঁকে কেন বাংলাদেশে ঢোকার অনুমতি দেওয়া হয় নাই?’ 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের আলোচনা সভার বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।  

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু দেশের স্বার্থ রক্ষায় কখনো কারও সঙ্গে আপস করেন নাই। সদ্য স্বাধীন দেশ পুর্নগঠন করতে জাতির পিতাকে সময় দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে শুধু সমালোচনা ও ষড়যন্ত্র করা হয়েছে। জাতির পিতার সহকর্মীরা ক্ষমতার লোভে ১৫ আগস্টের নির্মম হত্যকান্ডের পরে মোস্তাকের মন্ত্রীসভায় যোগ দিয়েছিলেন।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭