ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের মেয়েরা ফাইনালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/08/2018


Thumbnail

সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে ভুটানকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। প্রথমার্ধেই বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। 

অন্যান্য ম্যাচের মতোই বাংলাদেশ শুরু থেকে বিপক্ষ দলের শিবিরে আধিপত্য বিস্তার করে। নিজেদের নিয়ন্ত্রনে বল বেশিরভাগ সময় থাকলেও গোল পেতে বেশ বেগ পেতে হচ্ছিলো বাংলাদেশের মেয়েদের। শেষ পর্যন্ত ম্যাচের ১৮ মিনিটে বাংলাদেশ গোলের দেখা পায়। আনাই মগিনির গোলে বাংলাদেশ ১-০ গোলের লিড নেয়।

লিড নিয়ে মেয়েদের আত্মবিশ্বাস তুঙ্গে ওঠে। খেলার ৩৭ মিনিটের সময় গোলের ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে দ্বিতীয় গোল করেন আনু চিং মগিনি। প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে বাংলাদেশ তৃতীয় গোল করে। দলের তৃতীয় গোলের পুরো কৃতিত্ব তাহুরা খাতুনের।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকে। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ আরও দুই গোল আদায় করে নেয়। খেলার ৬৯ মিনিটে দলের চতুর্থ গোল করে বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্ডা। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে বাংলাদেশ দলের পক্ষে ৫ম গোল করে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। শেষ গোলটি আসে শাহেদা আক্তার রিপার পা থেকে। 

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭