ইনসাইড বাংলাদেশ

‘নির্বাচনকালীন সরকারে বিএনপিকে ডাকার চিন্তা নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/08/2018


Thumbnail

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত নির্বাচনের আগে বিএনপি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু, তারা সে প্রস্তাব গ্রহণ করেনি। এবারের সংসদে তাদের প্রতিনিধিত্ব না থাকায়; নির্বাচনকালীন সরকারে তাদের ডাকতে হবে, সেই চিন্তা-ভাবনা নেই।

আজ শুক্রবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট হিসেবে রাজনৈতিক দলের বাইরে থেকে আসারও সুযোগ রয়েছে। এবারের নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দিবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় শোক দিবসের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হয়েছে। সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে।

বাংলা ইনসাইডার/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭