ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/08/2018


Thumbnail

চীনের সামরিক বাহিনী প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি দূরপাল্লার বোমারু বিমান বহর বাড়াচ্ছে দেশটির সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এক বাৎসরিক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

‘দ্য অ্যানুয়্যাল রিপোর্ট অন মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং দ্য পিপলস রিপাবলিক অব চায়না’ নামের প্রতিবেদনে পেন্টাগনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। আগের বছরের তুলনায় চীন সামরিক ক্ষেত্রে কতটা উন্নতি করল, এ প্রতিবেদনে সেটারই উল্লেখ থাকে।

ওই প্রতিবেদনে বলা হয়, গত তিন বছর ধরে চীন দূরপাল্লার বোমা হামলার সক্ষমতা অঞ্চলের সীমা বাড়িয়েছে, সংকটপূর্ণ সামুদ্রিক অঞ্চলে অভিযানের অভিজ্ঞতা অর্জন করেছে এবং যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রশিক্ষণ শুরু করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিরক্ষা খরচ বাড়িয়ে চীন বিশ্বে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। পেন্টাগনের হিসাবে, ২০১৭ সালে চীন ১৯ হাজার কোটি ডলারের বেশি ব্যয় করেছে।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিবাদ বেশ কয়েক বছরের পুরোনো। চীন দক্ষিণ চীন সাগরের পুরোটাই নিজেদের বলে দাবি করে। কিন্তু যুক্তরাষ্ট্র তা মানতে নারাজ।

বাংলা ইনসাইডার/বিপি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭