ওয়ার্ল্ড ইনসাইড

ধ্বংসস্তুপের রাজ্য পাকিস্তানের হাল ধরলেন ইমরান খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/08/2018


Thumbnail

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। আজ শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদে নবনির্বাচিত সংসদ সদস্যের ভোটে তাকে প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়। ভোটে ইমরান পায় ১৭৬ ভোট। তাঁর বিরোধীদল পিএমএলএন পায় ৯৬ ভোট। আর এই ভোটাভোটির মধ্য দিয়েই ধ্বংসস্তুপের রাজ্য পাকিস্তানের হাল ধরলেন ইমরান খান।

প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের শপথ অনুষ্ঠান আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। আজ ৪টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য সংসদ অধিবেশন শুরু হয়। এরপর নির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট দেন। তাদের ভোটেই ইমরান খান পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

ইমরান খানের নির্বাচিত হওয়ার ঘোষণা দেন পাকিস্তানের নতুন নির্বাচিত স্পিকার আসাদ কায়সার। এসময় ইমরান খান হাসিমুখে নিজের আসনে বসে নিজের দলের নেতাদের বিজয়ী শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলা ইনসাইডার/বিপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭