ইনসাইড বাংলাদেশ

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ৬, আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/08/2018


Thumbnail

খাগড়াছড়ি সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে গোলাগুলির সময় ছয়জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা-কর্মী বলে জানা গেছে।

আজ শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন দুইপক্ষের সংঘর্ষ এবং ছয়জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা সবাই ইউপিডিএফ-এর প্রসিত বিখাশ গ্রুপের সদস্য এবং নিহতদের মধ্যে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমাও রয়েছেন। সংঘর্ষের ঘটনার পর থেকেই আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে গত ৩ মে দুর্বৃত্তদের গুলিতে রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমা নিহত হন।

পরের দিন তাঁর শেষকৃত্য অনুষ্ঠান থেকে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউপিডিএফয়ের একাংশের নেতা তপন বর্মাসহ ৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭