ইনসাইড গ্রাউন্ড

১৮তম এশিয়ান গেমসের পর্দা উঠছে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/08/2018


Thumbnail

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এশিয়ান গেমস-২০১৮ এর পর্দা উঠছে আজ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এশিয়ার সবচেয়ে বড় এ ক্রীড়া আসরের উদ্বোধন করতে যাচ্ছেন । জাকার্তার গোরা বুকার্নোতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

’এনার্জি অফ এশিয়া’স্লোগানে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়ান গেমস। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ঢেলে সাজানো হয়েছে রাজধানী জাকার্তাকে। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন প্রায় চার হাজার ড্যান্সারসহ ইন্দোনেশিয়ার বিখ্যাত সব তারকারা। এশিয়ার বৃহত্তম এ আসর সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাজেট ধরা হয়েছে প্রায় ৩২০ কোটি ডলার।

বিশ্বের ৪৫ টি দেশ থেকে ১৪ হাজারের ও বেশি অ্যাথলেট অংশ নিতে যাচ্ছে এবারের এশিয়ান গেমসে। এর মধ্যে ১৪ টি ইভেন্টে অংশ নিচ্ছেন ১১৭ জন বাংলাদেশী। এশিয়ান গেমস-২০১৮ ২০১৯ সালে আয়োজনের কথা থাকলেও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তা নির্দিষ্ট সময়ের আগেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।


বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭