ইনসাইড বাংলাদেশ

ফেল থেকে জিপিএ ৫ এইচএসসির ২০ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/08/2018


Thumbnail

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

আজ শনিবার সকালে শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান বলেছেন, প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফলে পুনর্নিরীক্ষণের আবেদন করা ৫৪ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।

মো. মাহবুব হাসান আরও বলেন, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ শেষে গ্রেড পরিবর্তন হয়েছে ৪০৯ শিক্ষার্থীর। এর মধ্যে ফেল থেকে পাশ করেছে ৫৪ শিক্ষার্থী, নতুন করে ২০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং ৩৩১ শিক্ষার্থীর গ্রেড বেড়েছে। 

গত ১৯ জুলাই প্রকাশিত এইচএসসির ফল পুন:নিরীক্ষণ চেয়ে ১৯ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ১৭ হাজার ৭৪০ শিক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬১ হাজার ৬৯৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়।


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭