ইনসাইড বাংলাদেশ

কলচার্জ মিনিট প্রতি ১০ পয়সা করার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/08/2018


Thumbnail

দেশের সব মোবাইল ফোন অপারেটরের কলচার্জ মিনিট প্রতি ১০ পয়সা করার দাবি জানিয়েছে সিটিজেন রাইটস মুভমেন্ট। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়।

বিটিআরসি সম্প্রতি সব মোবাইল অপারেটরের জন্য প্রতি মিনিট সর্বোচ্চ ২ টাকা এবং সর্বনিম্ন ৪৫ পয়সা ট্যারিফ নির্ধারণ করেছে। এরপর আজ সিটিজেন রাইটস মুভমেন্টের পক্ষ থেকে কলরেট কমানোর দাবি উঠল।

সংবাদ সম্মেলনে সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার বলেন, ‘কলরেট বিষয়ে বিটিআরসির ভাষ্য শুনলে মনে হয়, তারা মোবাইল ফোন কোম্পানিগুলোর মুনাফা বাণিজ্যের অংশীদার বৈ কিছু নয়।’

সংবাদ সম্মেলনে সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব ১১ দফা দাবি উত্থাপন করেন।

তরুণ প্রজন্মের কথা ভেবে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই ৮ ঘণ্টা প্রতি মিনিট সর্বোচ্চ কল চার্জ ১ টাকা নির্ধারণ এবং প্রতি ১০ জিবি ইন্টারনেটের মূল্য ১০০ টাকা নির্ধারণের দাবি জানায় সিটিজেন রাইটস মুভমেন্ট।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭