ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ: দেখুন সরাসরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/08/2018


Thumbnail

ফাইনালের আগে বাংলাদেশের খেলোয়াড়দের প্রায় সবাই বলেছিলেন- এটাই তাদের আসল পরীক্ষা। গ্রুপ পর্বে পাকিস্তান আর নেপালকে বিধ্বস্ত করে এবং সেমিফাইনালে ভুটানকে গুঁড়িয়ে দিলেও ভারতকে নিয়ে ভাবতে হবে আলাদা করেই। গোলরক্ষক মাহমুদা বলেছিলেন ভারতের বিরুদ্ধে তাকে দিতে হবে বড় পরীক্ষা। দিয়েছেনও। শুরুর দিকে তার দুর্দান্ত এক সেভেই বাংলাদেশ-ভারত ফাইনালের প্রথমার্ধ থেকেছে গোলশূন্য।

১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

চার মিনিটে ভারতের পাওয়া ফ্রি কিক প্রথমে ফিরেছে ক্রসবারে লেগে। ফিরতি বলে ভারতের এক ফরোয়ার্ড হেড নিয়েছিলেন দ্বিতীয় পোস্ট দিয়ে। বাংলাদেশের গোলরক্ষক বাম দিকে ঝাঁপিয়ে সে বল বাইরে পাঠিয়ে দিয়েছেন ম্যাচে প্রথম পরীক্ষা।

প্রতিপক্ষ হিসেবে ভারত শক্তিশালী। সেটা তারা দেখিয়েছে ফাইনালের প্রথম ৪৫ মিনিটে। পাকিস্তান, নেপাল ও ভুটানকে যেভাবে নাস্তানবুদ করেছেন আখি, মারিয়া, তহুরা আর শামসুন্নাহাররা ফাইনালে সেভাবে তাদের সুযোগ দেননি ভারতীয় কিশোরীরা। বরং তারা সমানতালেই লড়েছে বাংলাদেশের সঙ্গে।

বাংলাদেশ কয়েকবার ভারতের রক্ষণে হানা দিলেও ফিনিশিংটা ভালো হয়নি। তহুরা, আনুচিংদের মনে হয়নি আগের তিন ম্যাচের মতো ধারালো।

দ্বিতিয়ার্ধে খেলা শুরুর পর থেকেই বল মারিয়াদের পায়েই ছিলো। কিন্তু ম্যাচের ৬৫ মিনিটের সময় কর্নার থেকে সুনিতা মুন্দিয়ার গোলে এগিয়ে যায় ভারত।

নিচে খেলার কয়েকটি লাইভ লিংক দেওয়া হলো

 খেলাটি দেখতে এই লিংকে ক্লিক করুন

 

 

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭