ইনসাইড বাংলাদেশ

দাসেরকান্দি পয়োশোধানাগার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/08/2018


Thumbnail

ঢাকা ওয়াসার দাসেরকান্দি পয়োশোধানাগার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রকল্পটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পয়ঃনিস্কাশন বিষয়ক এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর ৫০ লাখ মানুষ পয়ঃনিস্কাশন ব্যবস্থার আওতায় আসবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই প্রকল্পের ফলে গুলশান, বনানী, বারিধারাসহ পুরো রাজধানীর পয়ঃনিস্কাশন ব্যবস্থা উন্নত হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় একশ বছরের পরিকল্পনা করা হয়েছে। বুড়িগঙ্গার বর্জ্য শোধনে দুই চেম্বারের শোধনাগার করা হবে এবং বালু নদী ড্রেজিং করে পানি প্রবাহ ঠিক রাখতে হবে বলেও নিজ বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এছাড়া ঢাকা শহরে কোনো বস্তি থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বস্তিবাসীদের জন্য ২০ তালা ভবন নির্মাণ করা হবে। সেখানে বস্তির ভাড়াতেই মানুষ থাকতে পারবেন।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭