ইনসাইড বাংলাদেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/08/2018


Thumbnail

নিরাপদ সড়ক আন্দোলনের সময় পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে দুই মামলায় গ্রেপ্তার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনকে জামিন দিয়েছে আদালত। আজ রোববার দুপুরে তাঁদের জামিনের আদেশ দেওয়া হয়।

গত ৬ আগস্ট দুপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আফতাবনগর মেইন গেটের রাস্তায় যান চলাচলে বাধা দেন এবং লাঠিসোঁটা, ইটপাটকেল দিয়ে গাড়ি ভাঙচুর করেন। এসময় কর্তব্যরত পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা পুলিশের ওপরও আক্রমণ করেন। এই ঘটনায় পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে।

শিক্ষার্থীদের আরেকটি দল বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতাল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় লোহার রড, ইট প্রভৃতি নিয়ে পুলিশের ওপর হামলা করেন। এমনকি শিক্ষার্থীরা দিনভর ওই এলাকার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাসার দরজা-জানালা ভাঙচুর করেন। এই ঘটনায় ভাটারা থানায় করা আরেকটি মামলায় আটজনকে আটক করে ভাটারা থানা পুলিশ।

এরপর গত ৭ আগস্ট আদালত আটক ২২ ছাত্রের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭