কালার ইনসাইড

‘জমজ’ নিয়ে পরিচালকদের দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/08/2018


Thumbnail

মোশাররফ করিমের জমজ সিরিজের নাটকটি বেশ জনপ্রিয়। জনপ্রিয়তার স্রোতে যার ইতিমধ্যে ৯ টি পর্ব নির্মাণ হয়েছে। এবারের ঈদের জন্য নির্মাণ হচ্ছে দশম পর্ব। ৯ টি পর্বের স্ক্রিপ্ট লিখেছিলেন অনিমেষ আইচ। দশম পর্বে তা পরিবর্তন করে পরিচালক মেজবাহ উদ্দিন সুমনকে দিয়ে গল্প লিখিয়েছেন। আর মূল ভাবনা মোশাররফ করিমের। যা অনিমেষ আইচ অবগত নয়। অনিমেষ বলেন,‘ হঠাৎ করেই শুনলাম জমজ নাটকটির স্যুটিং হচ্ছে। যার ৯ টি পর্ব আমার হাত দিয়ে লেখা।আমার লেখা নাটক যেটা বর্তমান বাংলাদেশ নাটকের অন্যতম জনপ্রিয়। যার ইউটিউব ভিউিয়ার প্রত্যেকটি পর্বের ৫০ থেকে ৭০ লক্ষের উপরে। আমি জানি বাংলাদেশের সাধারন মানুষ এই নাটকটি নিয়ে কি পরিমান উচ্ছসিত । মোশারফ করিম অসাধারন ৩ টি চরিত্র অভিনয় করেছেন সেই নাটকে। সেটা কি শুধু মাত্র মোশারফ করিমের একক কৃতিত্ব, নাকি পরিচালক আজাদ কালাম, নাকি টিভি ষ্টেশনের?

তিনি আরও বলেন,‘ তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে স্যুটিং করছেন। কোথাও কাউকে কিছু জানাচ্ছেন না। ধরি, আমি হুমায়ূন আহমেদের একজন ফ্যান কিংবা ঘনিষ্ঠ ব্যক্তি। আমি চাইলেই কি হিমু কিংবা মিসির আলি সিরিজের নতুন লেখা লিখে নির্মান করতে পারবো? জমজ নাটক নিয়ে এই কদর্যতা আমি ভীষণ অপচ্ছন্দ করলাম। ’

এ নিয়ে যোগাযোগ করা হয় পরিচালক আজাদ কালামের সঙ্গে। তিনি বলেন,‘ এর মূল ভাবনা আমার। প্রধান যে তিনটি চরিত্র করা হয়েছে। সেটাও আমার ভাবনায়। গত ৯ পর্ব আমি অনিমেষকে দিয়ে লেখিয়েছি। দশম পর্ব আমি পরিচালক ও টিভি স্টেশন সেটা অন্য কাউকে দিয়ে লিখিয়েছি। কেন! অনিমেষের সঙ্গে কি এ নিয়ে কি কোন লিখিত কিছু ছিল? অনিমেষ আমার ভার্সিটির ছোট ভাই। দশম পর্ব ওকে দিয়ে কেন লেখাইনি, সেটা আর বলতে চাচ্ছি না।’  

এ নিয়ে মোশাররফ করিম বলেন,‘ আমি একজন অভিনেতা। অনিমেষ আইচ ও আজাদ কালাম আমার কাছের দু-জন মানুষ। আর আমার চেয়ে তারা দুজন দুজনার আরও কাছের। অনেক সময়ই আমার ভাবনায় নাটক লেখা ও নির্মাণ হয়। এর জন্য যে আমি আলাদা  কোন পারিশ্রমিক নেই বা আমার নাম যেতে হবে। ব্যাপারটি এমন নয়। এতদিন কাজ করতে করতে কাছের মানুষের কাছে অনেক গল্প শেয়ার করি। সেখান থেকে অনেকে নাটক নির্মাণ করে। এই নাটকের ব্যাপারটিও এমন। আমি বলবো এই নাটকটি জনপ্রিয়তার পেছনে অনিমেষ আইচের অবদান কারও চেয়ে কম নয়। কেউ কাউকে কাদা ছোড়াছুড়ি না করে বসে কথা বলা উচিত। এখানে অপরচিতি বা পূর্ব শত্রুতার কোন ব্যাপার নেই। ’


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭