ওয়ার্ল্ড ইনসাইড

সন্তানকে স্কুলে পাঠাতে মার্কিনীদের অনাগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/08/2018


Thumbnail

স্কুল ছাড়া কি সন্তানদের শিক্ষার কথা ভাবা যায়। বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্কুল শিশুর বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই ধরা হয়। তবে সাম্প্রতিক সময়ে এই স্কুলের ব্যাপারেই আগ্রহ হারিয়ে ফেলছেন মার্কিনীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সন্তানদের স্কুলে পাঠাতে অনাগ্রহ প্রকাশ করছেন অভিভাবকরা। সপ্তাহে মাত্র দুই দিন স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা, বাকি দিনগুলো শিক্ষা নিচ্ছে বাড়িতে বসেই। দিন যত যাচ্ছে, এ সংখ্যাটা আশঙ্কাজনক ভাবেই বাড়ছে।

উন্নত শিক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে, একথা আমরা সবাই জানি। অথচ যুক্তরাষ্ট্রেই শিক্ষার্থীরা সঠিক শিক্ষা পাচ্ছে না বলে মনে করেন অভিভাবকেরা। বিষয়টি অবাক করার মতোই নয় কি!

রক্ষণশীল মার্কিন অভিভাবকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে সঠিকভাবে দেওয়া হচ্ছে না ধর্মীয় শিক্ষা। স্কুলগুলো যেন ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। বিশেষ করে, সরকারি স্কুলগুলো ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। সরকারি স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থায় আগ্রাসী উদারপন্থী বিষয়ের সূচনা হচ্ছে বলেও অভিভাবকরা অভিযোগ করছেন। এছাড়া উভয় লিঙ্গ, সমকামী বিবাহ, পরিবারের একাত্মতা প্রভৃতি বিষয়ে পাঠদানেও উদ্বেগ প্রকাশ করছেন তাঁরা।

সঠিক পাঠদানের জন্য অভিভাবকরা সরকারি স্কুলগুলোর চেয়ে বেসরকারি স্কুলগুলোর দিকে ঝুঁকছে বেশি। এতে যুক্তরাষ্ট্রে চার্টার স্কুলের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। দেশটির জাতীয় পরিসংখ্যানে জানা যায়, ২০১৫ সালে এ ধরনের স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২.৮ মিলিয়ন। এসব স্কুলগুলো সরকারি সহায়তায় চললেও, পাঠদান করছে নিজেদের মতো করে।

অস্টিনের এক সরকারি স্কুলে ২৫ বছর ধরে শিক্ষকতা করছেন এমন এক শিক্ষক জানান, গত প্রায় ১০ বছর ধরে ধর্মের সঠিক শিক্ষা দেওয়া দূরুহ হয়ে পড়ছে।

এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি চোখে পড়ছে টেক্সাস ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে । টেক্সাসের শ্যানন হেলমি নামে এক বাসিন্দা তাঁর চার মেয়েকে ছাড়িয়ে এনেছেন স্কুল থেকে। বাসাতেই তাদের শিক্ষার নেওয়ার ব্যবস্থা করেছেন গৃহ শিক্ষকের মাধ্যমে। ক্যাথলিক পাঠ্যক্রম অনুসারে তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করেছেন তিনি। শ্যানন হেলমির সন্তানদের মতো যুক্তরাষ্ট্রে এ ধরনের শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে প্রায় ৩.৮ মিলিয়ন।

সমালোচকরা বলছেন, এভাবে বাড়িতে পাঠদান করা হলে শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নিয়মিত স্কুলে না যাওয়ার ফলে, শিশুরা সমবয়সীদের সাথে বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যা শিশুদের মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে।

সূত্র: বিবিসি

বাংলা ইনসাইডার/জেডআই

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭