ইনসাইড গ্রাউন্ড

ইংল্যান্ডকে চাপে ফেলতে চায় ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/08/2018


Thumbnail

প্রথম দুই ম্যাচ হেরে এমনিতেই সিরিজ হারের শঙ্কায় এখন ভারত। তাইতো তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাদের। তৃতীয় টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে হয় ভারতকে। ৮২ রানে ৩ উইকেট হারিয়ে ভারতের সামনে যখন আবারো ব্যাটিং বিপর্যয়, ঠিক তখনই দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে।

কোহলি ও রাহানের জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ১৫৯ রান। ৮১ রানে রাহানেকে ক্যাচ আউট করে জুটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড। রাহানে চলে যাওয়ার কিছুক্ষণ পর কোহলিও আদিল রাশিদের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। কোহলি মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন।

দিন শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩০৭ রান। ভারতের পক্ষে ব্যাটিং করতে এখন ক্রিজে রয়েছেন রিশাভ পান্ত। ৮৭ তম ওভারে পান্ডিয়া আউট হয়ে যাওয়ার পর আম্পায়ার দিনের খেলা শেষ করার আদেশ দেন।

ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন, ব্রড ও রাশিদ একটি করে উইকেট দখল করেন। দলের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন ওয়াক্স।

ভারতের আজকের দিন অর্থাৎ ম্যাচের দ্বিতীয় দিনের লক্ষ্য বড় সংগ্রহ করে ইংলিশদের চাপে ফেলা। ইংলিশদের চাপে ফেলতে হলে ভারতের পক্ষে রান তোলার দায়িত্ব নিতে হবে পান্ত ও আশ্বিনকেই।

 

বাংলা ইনসাইডার/এসএকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭