ইনসাইড ইকোনমি

বিশ্বের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/08/2018


Thumbnail

প্রতি বছরের মতো এবছরও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সাময়িকী ফরচুন বিশ্বের বৃহত্তম ৫০০ করপোরেশনের তালিকা প্রকাশ করেছে। তালিকার প্রথম ১০টি কোম্পানির মধ্যে ছয়টিই চীন ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান। গত বছরের মতো এবারও তালিকার শীর্ষ স্থানটি টানা পঞ্চমবারের মতো নিজেদের দখলে রেখেছে মার্কিন প্রতিষ্ঠান ওয়ালমার্ট। তবে দেশটির আরেক কোম্পানি অ্যাপল শীর্ষ দশের বাইরে ছিটকে পড়েছে।

১. ওয়ালমার্ট

ফরচুনে প্রকাশিত প্রতিবদেন থেকে জানা যায়, ওয়ালমার্টের বার্ষিক বিক্রয় ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি যা ২০১৬ সালের তুলনায় ৩ শতাংশ বেশি। এছাড়া প্রতিষ্ঠানটির বার্ষিক লভ্যাংশ প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার।

২. স্টেট গ্রিড

চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্টেট গ্রিড আছে তালিকার দ্বিতীয় স্থানে। এটি বিশ্বের বৃহত্তম বিদ্যুৎ সেবাদাতা কোম্পানি। চীনের বিদ্যুৎ সরবরাহ বাজারে একচেটিয়া দখল রয়েছে স্টেট গ্রিডের। ২০০২ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি বর্তমানে পাঁচটি আঞ্চলিক পাওয়ার গ্রিড কোম্পানি ও ২৪টি ইলেকট্রিক পাওয়ার কোম্পানি নিয়ন্ত্রণ করে থাকে। বছরে তাদের আয় প্রায় ৩৫০ বিলিয়ন ডলার। ২০১৬ সালের থেকে তাদের আয় বেড়েছে ১০ শতাংশের বেশি।

৩. সিনোপ্যাক

ফরচুনের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি সিনোপ্যাক । ২০১৪ সাল থেকে কোম্পানিটি বিক্রয়ের দিক থেকে তৃতীয় বৃহত্তম কেমিক্যাল প্রডিউসার হিসেবে স্থান ধরে রেখেছে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় কোম্পানিটির বার্ষিক আয় প্রায় ৩২৭ বিলিয়ন ডলার।

৪. সিএনপিসি

তালিকার চতুর্থ স্থানে থাকা চায়না ন্যাশনাল পেট্রোলিয়ামও (সিএনপিসি) চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। এর বার্ষিক আয় ৩২৬ বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় যা ২৪ শতাংশ বেশি।

৫. রয়েল ডাচ শেল

ফরচুনের তালিকার পাঁচে রয়েছে নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি রয়েল ডাচ শেল। এর বার্ষিক আয় প্রায় ৩১২ বিলিয়ন ডলার, যা এর আগের বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। ২০১৭ সালের তালিকায় রয়েল ডাচ শেলের অবস্থান ছিল সাতে।

৬. টয়োটা মোটর

জাপানের টয়োটা মোটর গত বছরের তালিকার পাঁচে থাকলেও এ বছর তারা এক ধাপ নিচে নেমে গেছে। তাদের বার্ষিক আয় ২৬৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৪ শতাংশ বেশি।

৭. ভোক্সওয়াগন

ফরচুনের গত বছরের তালিকায় এই জার্মান প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ছয়ে। তবে এবছর তারা একধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে এসেছে। বার্ষিক আয়ের পরিমান ২৬০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। ২০১৬ সালের তুলনায় তাদের বিক্রি বেড়েছে ৮ শতাংশের বেশি।

৮. বিপি

ব্রিটেনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্রিটিশ পেট্রলিয়াম ২০১৭ সালের তালিকায় ১২তম অবস্থানে ছিল। তাদের বার্ষিক আয় প্রায় ২৪৫ বিলিয়ন ডলার। ২০১৬ সালের তুলনায় তাদের আয় বেড়েছে ৩১ শতাংশ।

৯. এক্সন মোবিল

যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ তেল কোম্পানি এক্সন মোবিল আছে তালিকার নয়ে। ২০১৭ সালের তালিকায় তাদের অবস্থান ছিল দশে। বছরে তাদের আয় প্রায় ২৪৪ বিলিয়ন ডলারের বেশি। ২০১৬ সালের থেকে তাদের আয় বেড়েছে ১৭ শতাংশ। প্রতিষ্ঠানটির বার্ষিক লভ্যাংশ প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার।

১০. বার্কশায়ার হ্যাথাওয়ে

বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথাওয়ে ইনকরপোরেটেড-কে ফরচুন রেখেছে তালিকার দশে। ২০১৬ সালের তুলনায় তাদের আয় বেড়েছে ৮ শতাংশের বেশি। ফরচুনের প্রতিবেদন বলছে, তাদের বর্তমান আয় প্রায় ২৪৩ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭