ওয়ার্ল্ড ইনসাইড

ইন্দোনেশিয়ার লোম্বকে আবারও শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/08/2018


Thumbnail

ইন্দোনেশিয়ার জনপ্রিয় লোম্বক দ্বীপে আবারও শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় আজ রোববার সকালে এই ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৩ এবং গভীরতা মাত্র সাত কিলোমিটার ছিল বলে জানিয়েছে বিবিসি।

লোম্বকের পূর্বাংশে ভূমিকম্পনটির তীব্রতা বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তবে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী না তা এখন পর্যন্ত জানা যায়নি।

এর আগে গত ২৯ জুলাই লোম্বকে ৬ দশমিক ৪ মাত্রার অপর এক ভূমিকম্পে অন্তত ১৬ জনের মৃত্যু হয়। এর সপ্তাহখানেক পর গত ৫ আগস্ট ৬ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত হয় অন্তত ৪৬০ জন। এতে গৃহহীন হয়ে পরে কয়েক হাজার স্থানীয় অধিবাসী। 

প্রশান্ত মহাসাগরের তলদেশের প্রান্তীয় অংশগুলোর প্রায় পুরোটা ঘিরে থাকা রিং অব ফায়ারের একটি অংশের ওপর অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

পূর্ব বালি থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরত্বের লোম্বকের আয়তন প্রায় ৪ হাজার ৫০০ বর্গমাইল। দ্বীপটি ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর একটি। সমুদ্র সৈকত ও হাইকিংয়ের জন্য সারাবছরই সেখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। 

বাংলা ইনসাইডার/এএইচসি/এসএইচটি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭