ইনসাইড বাংলাদেশ

নিরাপদ সড়ক আন্দোলন: জামিন পেলেন ৩২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/08/2018


Thumbnail

নিরাপদ সড়কের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলা ও ভাঙচুরের আলাদা মামলায় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীসহ ৩২ জনকে জামিন দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর মূখ্য হাকিম সাইফুজ্জামান হিরো এবং ঢাকা মহনগর হাকিম একেএম মঈনুদ্দিন সিদ্দিকীর আদালত এ রায় দেয়।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে জানান, আজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থী তাদের আইনজীবীর মাধ্যমে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে কবীর হোসেন, ব্যারিস্টার জ্যাতির্ময় বড়ুয়া, আক্তার হোসেন জুয়েলসহ আরও অনেকে জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে তারা জানান, মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় তাদের জামিন দেয়া হয়েছে।

গত ৭ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীকে দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। পরে ৯ আগস্ট আসামিদের রিমান্ড শেষে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৫১টি মামলায় ৯৯ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৫২ জনই শিক্ষার্থী।

বাংলা ইনসাইডার/বিকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭