ইনসাইড গ্রাউন্ড

কাতারকে হারিয়ে নক আউট পর্বে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/08/2018


Thumbnail

শেষ মুহূর্তের গোলে এশিয়ান গেমসে কাতারকে ১-০ গোলে হারিয়ে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বাংলাদেশের পক্ষে গোল করেন জামাল ভুঁইয়া।

প্রথমার্ধে দুই দলই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে। ছন্নছাড়া ফুটবল খেললেও কাতারের পায়ে বেশিরভাগ সময় বল দখলে ছিল। প্রথমার্ধে বাংলাদেশের ছেলেরা পরিকল্পনামাফিক কোনো আক্রমণই করতে পারেনি।

ম্যাচের ২১তম মিনিটে ডি-বক্সের এক দম বাইরে থেকে ফ্রি-কিক পায় কাতার। কিন্তু আলসাদির নেয়া দুর্দান্ত শটটি রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। সে যাত্রায় রক্ষা পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত দুই দলের আক্রমণভাগের ব্যর্থতায় গোল শূন্য ড্র হয় প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা গুছিয়ে খেলা শুরু করে। তবে কাতারের দুর্দান্ত ডিফেন্ডারদের নৈপুণ্যে গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। খেলা যখন শেষের পথে ঠিক তখনই দলীয় এক আক্রমণ থেকে জয় সূচক গোল করে বাংলাদেশ।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭